বিদায় করেছ যারে নয়ন-জলে,
এখন ফিরাবে তারে কিসের ছলে গো॥
আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে বকুলতলে॥
সে দিনও তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশ দিশি কুসুমদলে।
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি পরাতে গলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
মধুনিশি পূর্ণিমার ফিরে আসে বার বার,
সে জন ফেরে না আর যে গেছে চলে
ছিল তিথি অনুকূল, শুধু নিমেষের ভুল—
চিরদিন তৃষাকুল পরান জ্বলে।
এখন ফিরাবে তারে কিসের ছলে গো। ।
...................................
You bid farewell to your
beloved,
her tearful eyes did not
make any difference to you.
Tonight the cool breeze,
the pretty forest
and flowers,
reminds you of her.
You wonder how
will you bring her back.
The night you sent
her away was the
same as tonight,
romantic, breezy
and everything else.
Had you checked
your displeasure
gave yourself a
moment's thought,
whispered a
message of love,
adorned the garland
around her neck.
You'd be much
happier now,
You wouldn't have to
think how can
you bring her back!
...................... 🙂