কেন যামিনী না যেতে জাগালে না, বেলা হল মরি লাজে ।
শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে ।
আলোকপরশে মরমে মরিয়া হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,
কোনোমতে আছে পরান ধরিয়া কামিনী শিথিল সাজে ॥
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি,
রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি ।
পাখি ডাকি বলে 'গেল বিভাবরী', বধূ চলে জলে লইয়া গাগরি ।
আমি এ আকুল কবরী আবরি কেমনে যাইব কাজে ॥
Why didn't you wake me up,
before the night was over?
the touch of light embarrasses me,
All of nature is awake,
the flowering shrub,
is trying to cling to life,
while it's petals are shedding.
The night lamp is relieved,
as its smothered by the
morning breeze.
The moon seeks shelter
in a corner of the sky.
The birds announce daybreak,
The bride ambles towards the
pond to fill her pitcher.
Amidst all this I'm ashamed
to go to work with my,
knotted covered hair!
..........................