মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙে রঙে ছবি আঁকে ।।
মনে পড়ে যায় মনে পড়ে যায়
মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি
মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তীথি ।
দু’জনার দুটি পথ মিশে গেল এক হয়ে
নুতন পথের বাঁকে
মুছে যাওয়া দিন গুলি…।।
সে এক নতুন দেশে
দিন গুলি ছিল যে মুখর কত গানে
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে ।
ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায়
ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা
ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা ।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল
আকাশ কি মনে রাখে
মুছে যাওয়া দিনগুলি
This was an interview with Hemant Kumar who sang parts of other songs. The above song was from one of my favorite movies of Uttam Kumar and Suchitra Sen.
My bygone days seems to call me back,
the memory of those days, hurtful though they are
feels like colorful images in my mind.
I cannot forget how happy we were,
we met, fell in love, our paths united into one.
It seemed like a new world,
where laughter and singing
occupied our mind.
Those days are wiped out.
It feels like a dream,
which brings me down to the real world.
I’m left with my painful thoughts.
I ask myself the question,
Is the sky aware when and where one of its
stars dropped from sight?
I happen to be that star who
no one knows.
I’m left with memories that once,
gave me so much pleasure!