Bhalobeshe shokhi nibhrite jotone: Dear friend write my name lovingly ,secretly and carefully in your mind’s temple
amaar naamti likho
তোমার মনের মন্দিরে ।
আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো- Let your feet learn the rhythm of the song in my heart
তোমার চরণমঞ্জীরে ।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি- Hold on to my talkative bird with love in your palace courtyard
তোমার প্রাসাদপ্রাঙ্গণে ।
মনে ক’রে, সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী-Remember to leave the colored thread I gave you tied on your wrist
তোমার কনককন্কণে ।।
আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো-Keep one bud of my creeping plant tied on the curl of your hair
তোমার অলকবন্ধনে।
আমার স্মরণ-শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো- In my memory draw one dot of red powder on your forehead
তোমার ললাটচন্দনে ।।
আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো- Smear my mind’s sweetness on your form
তোমার অঙ্গসৌরভে ।
আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো- Take all I have for your matchless glory
তোমার অতুল গৌরবে ।।
…………………..
: https://sabethville.wordpress.com/2015/04/03/tagore-song-bh…slated-by-ranu
–