Sokhi Bhaabona Kaahare
গান: সখী ভাবনা কাহারে বলে
Bengali lyric
সখী, ভাবনা কাহারে বলে । সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’— সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় । সে কি কেবলই চোখের জল ? সে কি কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ । আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো । তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়— না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত । ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় । আমার মতন সুখী কে আছে । আয় সখী, আয় আমার কাছে— সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ । প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা— একদিন নয়
বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ॥ What is reflection and What is agony dear friend. You talk of love day and night- How do you define love? Is it only torture, tears and sighs? Why do people desire such an unpleasant thing. To me everyone and everything is beautiful, novel,and pure Deep blue sky,green forest, white moonlight, soft like a flower- they are all like me. They only laugh, and sing, They want to die a happy death- They know not pain, or tears, or useless torment Flowers wither naturally, moonlight disappears when its job is done, Is there anyone happier than me. Come to me my friend, Happy song in a happy heart, will give you relief, If you only cry everyday, at least laugh one day- Let us all join together, forget your misery for a day and SING! ..........................:)
You must be logged in to post a comment.