In response to prompt : Song
Don’t Turn The Light On!
ও আকাশ প্রদীপ জ্বেলো না
ও বাতাস আঁখি মেলো না
আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা
কাছে এসেও ফিরে যেতে পারে।।
তার সময় হলো আমায় মালা দেবার
সে যে প্রাণের সুরে গান শোনাবে এবার
সেই সুরেতে ঝর্ণা তুমি চরণ ফেলো না।।
ও পলাশ ফিরে চেও না
ও কোকিল তুমি গেও না
লাজুক লতা হয়ত গো লাজ পাবে
তার মুখের কথা মুখে রয়ে যাবে
তার অনেক ভীরু স্বপ্ন জাগে আশায়
আহা হৃদয় মাঝে সুরের খেয়া ভাসায়
দোহাই বকুল ছন্দে তাহার দন্ধ ঢেলো না।
O sky do not turn the light on
Don’t open your eyes o wind,
It will make my beloved shy
She may turn around and leave
It’s time for her to give me the garland
She will sing a song with her heart
Do not use her tune to come down o fountain
O tree of red flowers do not look
Sing not o dear Cuckoo
It will make my bashful creeper shy
Her words will freeze in her mouth
Her timid self has many dreams
Alas her tune floats in the middle of her heart
For God’s sake O flower do not confuse her rhythm!
………………………………………..
You must be logged in to post a comment.